শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের দোয়া ও খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ১ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৪১ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে, বিএনপি'র প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল ও প্রায় ১৫'শ অসহায়-দুস্থ পরিবারের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
গতকাল সোমবার (৩১ মে) বিকেলে নারায়ণগঞ্জের পশ্চিম মাসদাইর প্রাইমারি স্কুলে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই খাদ্য বিতরণ করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির সভাপতিত্বে খাদ্য বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব, জুবায়ের আহমেদ জিকু, মোবারক হোসেন, জাকারিয়া ভূইয়া, জহিরুল ইসলাম জনি, মেহেদি হাসান দোলন, রিয়াদ দেওয়ান, পাভেল মিয়া, তন্ময় হাসান, নাবির, সুমন, সাকিব রায়হান, আতাই রাব্বি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বেঁচে থাকাকালীন চিকিৎসা তথা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে দেশের মানুষকে সুচিকিৎসা সেবা দিয়ে গেছেন। বর্তমানে দেশে দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে। সুচিকিৎসার জন্য বঞ্চিত হচ্ছে সারা দেশের সাধারণ মানুষ। তাই বাংলাদেশের জনগণের হৃদয়ে এখনও জিয়াউর রহমান বেঁচে আছে।