রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৩ এএম, ২১ নভেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০১:১৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রাজধানী ঢাকায় আজ (২০ নভেম্বর) শুক্রবার হঠাৎ মুষলধারে বৃষ্টি হয়েছে। বিকাল ৪টা ১০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। শুরুতে অল্প বৃষ্টি হলেও পরে ঝুম বৃষ্টি নামে। টানা ২০ থেকে ২৫ মিনিট মুষলধারে বৃষ্টি হয়। হঠাৎ বৃষ্টিতে অনেক পথচারীকে ভোগান্তি পোহাতে হয়।
অবশ্য আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।