২৭৫টি মোবাইলসহ ৭ ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ এএম, ২১ নভেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০১:১৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রাজধানীর পল্লবী এলাকা থেকে মোবাইল চোর ও ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে র্যাব ৪-এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে পল্লবী থানার সেকশন-১১ এলাকায় র্যাব ৪- এর একটি দল অভিযান চালায়। এ সময় চোর ও ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. আব্দুল জলিল (৩৩), মো. কলিমুল্ল্যা (৩৮), কাওসার আহমেদ তানভীর (৩৫), সোহাগ ঢালী (২০), মো. হৃদয় হোসেন (২০), নীরব হোসেন (২০) ও মো. রনি (৩৩)।
এ সময় তাদের কাছ থেকে চোরাই মোবাইল বিক্রির নগদ ২২ হাজার ৫২০ টাকা, সাতটি পাওয়ার ব্যাংক ও ২৭৫টি চোরাই ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে মোবাইল চুরি ও ছিনতাইকারীদের কাছ থেকে স্বল্পমূল্যে মোবাইল ফোন ক্রয় করে। পল্লবী এলাকায় এসব চোরাই ও ছিনতাই করা মোবাইলগুলো বিক্রির চেষ্টা করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ভবিষ্যতে এমন অসাধু চক্রের বিরুদ্ধে র্যাব ৪-এর সাঁড়াশি অভিযান চলমান থাকবে বলেও জানান এএসপি জিয়াউর।