ভোগান্তি-স্বাস্থ্যঝুঁকি কমাতে গণপরিবহন চালুর দাবি যাত্রী কল্যাণ সমিতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৪ এএম, ১৮ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:৫৯ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের পথে পথে ভোগান্তি, ভাড়া নৈরাজ্য ও গাদাগাদি করে যাতায়াতের স্বাস্থ্যঝুঁকি কমাতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ সোমবার দেয়া এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে একদিকে সরকার-ঘোষিত লকডাউনে দূরপাল্লার বাস সার্ভিস বন্ধ, অন্যদিকে ঈদের ছুটিতে রাজধানীতে হোটেল- রেস্তোরাঁসহ মানুষের মৌলিক চাহিদার উপাদানগুলো বন্ধ। এ ছাড়াও, ঈদের ছুটিতে বছরে একবার পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হওয়ার দীর্ঘদিনের গড়ে ওঠা সংস্কৃতির কারণে অবর্ণনীয় দুর্ভোগ মাথায় নিয়ে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক-পিকআপে গাদাগাদি করে, কেউবা শত শত মাইল পায়ে হেঁটে, ফেরিতে গাদাগাদি করে পার হয়ে, অতিরিক্ত ভাড়া নৈরাজ্যের শিকার হয়ে ঈদে বাড়ি পৌঁছানোর চিত্র আমার প্রত্যক্ষ করেছি। আবার ঈদ শেষে একই পন্থায় সংক্রমণের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে তারা কর্মস্থলে ফিরছে। চলমান পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জরুরি ভিত্তিতে আন্তঃজেলা ও দূরপাল্লার নন-এসি বাস সার্ভিস চালু করা হলে এসব যাত্রীদের ভোগান্তি কমানোর পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও কমবে।