ঢাকায় আবারও বাসে আগুন মোট সংখ্যা ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৯ এএম, ১৩ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৩:৪৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রাজধানীর বিভিন্ন জায়গায় অন্তত সাতটি বাসে আগুন দেয়া হয়েছে। যেসব গাড়িতে আগুন দেয়া হয়েছে তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের একটি গাড়িও আছে।
আজ বৃহস্পতিবার বেলা ১টা থেকে সাড়ে তিনটার মধ্যে এসব ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল আহমেদ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাহবাগ, গুলিস্তান গোলাপশাহ মাজার, মতিঝিল, সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে প্রেসক্লাব সংলগ্ন এলাকায় পাঁচটি বাসে আগুন দেয়া হয়। অন্যদিকে নয়াবাজারে দিশারি পরিবহনের একটি বাস ও খিলগাঁও এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে আগুন নিভিয়েছেন। এসব ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, এখন পর্যন্ত আমরা সাতটি বাস পোড়ার তথ্য পেয়েছি। হঠাৎ করেই এটা ঘটেছে। তবে এটা ঠিক যে, এই কাজ পরিকল্পনা করেই ঘটানো হয়েছে। আমরা এই পরিকল্পনার সঙ্গে যারা জড়িত বা এই ধরনের নাশকতা যারা ঘটিয়েছে। তাদের মধ্যে আমরা বেশ কয়েকজনকে চিহ্নিত করেছি। অন্য যারা এর পিছে আছে তাদেরকে আমরা চিহ্নিত করে ফেলব।
তিনি বলেন, এই ঘটনার পরে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই আবার খবর আসে শাহবাগে বাসে আগুন লেগেছে। খবর পেয়ে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে ১টা ৩৮ মিনিটে একটি ইউনিট পাঠানো হয়। অন্যদিকে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসের আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দুপুর ২টা ১০ মিনিটে পাওয়া আগুনের খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয় বলে তিনি জানান।
রোজিনা আক্তার জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগে দুটি বাসে লাগা আগুন সম্পূর্ণ নেভানো গেছে। প্রেসক্লাবে লাগা বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। অগ্নিকান্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের ব্যাপারে প্রাথমিকভাবে এখনও কিছু জানা যায়নি।
আরোও পড়ুন