রাজধানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৮ পিএম, ২৪ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৫৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পারিবারিক কলহের জের ধরে রাজধানীর পল্লবীতে উমামা বেগম কনক (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ওমর ফারুকের (৫১) বিরুদ্ধে।
গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পল্লবীর ডিওএইচএস এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী ওমর ফারুককে আটক করেছে পুলিশ।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান যায়, পারিবারিক ও আর্থিক বিভিন্ন কারণে ওমর ফারুক ও উমামা বেগমের মধ্যে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে রান্নাঘর থেকে বটি এনে স্ত্রীকে কোপ দেন ফারুক। রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
মিরপুর ডিওএইচএস এলাকার এভিনিউ-৪ এর ১১ নম্বর রোডের ৭৪৩/৭৪৪ নম্বর বাসার ডি-৩ ফ্ল্যাটে ভাড়া থাকতেন এই দম্পতি। তাদের এক ছেলে ও এক মেয়ে। ঘটনার সময় তাদের দুই সন্তানের উভয়ই ফ্ল্যাটে উপস্থিত ছিল বলে জানা গেছে।
পল্লবী থানার ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।