ডা. সাঈদা শওকত জেনির পরিচয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২০ এএম, ২৪ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৫:৪৮ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
সর্বাত্মক লকডাউনে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার পর চেকপোস্টে পরিচয়পত্র দেখতে চাওয়ায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সাথে তর্কবিতর্ক করা সেই ডাক্তার নারীর পরিচয় পাওয়া গেছে। জানা গেছে, ওই চিকিৎসকের নাম ডা. সাঈদা শওকত জেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই সহযোগী অধ্যাপক কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরবিক্রম শওকত আলী সরকারের কন্যা৷
বীরবিক্রম শওকত আলী দীর্ঘ ৪৫ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তিনি দুইবার ইউপি চেয়ারম্যান হওয়ার পাশাপাশি চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালনও করছেন।
১৯৭১ সালে বীরবিক্রম শওকত আলী সরকার ১১নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং মানকারচর সাব-সেক্টরে যুদ্ধ করেন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীরবিক্রম খেতাব প্রদান করে।
ডা. সাঈদা শওকত জেনির গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারীতে। মায়ের নাম খালেদা খানম। মা-বাবা, ৪ বোন ও ২ ভাই নিয়ে তাদের পরিবার। ডা. সাঈদা শওকত জেনি শুধু আওয়ামী পরিবারের সন্তান নন তিনি নিজেও রাজশাহী মেডিকেলে ছাত্রলীগ করতেন। বর্তমানে তিনি বিএসএমএমইউ শাখা স্বাচিবের সদস্য। ডাক্তার জেনির দুই ভাই বুয়েটের ছাত্র। এক ভাই বুয়েট ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। জেঠাতো বোনের স্বামী বর্তমান মন্ত্রিপরিষদের একজন প্রতিমন্ত্রী। সাবেক এক মন্ত্রী তার আরেক বোনের শ্বশুর।