৪২টি রুটের মাধ্যমে বাস চলাচলের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ এএম, ১১ নভেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ১১:১৩ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
২৯১ থেকে রাজধানীর রুট কমিয়ে ৪২-এ আনার কাজ চলছে। আর এসব রুটে ২৫শ বাস মালিকের সমন্বয়ে ২২ কোম্পানির অধীনে চলাচল করবে নির্ধারিত বাস। পাশাপাশি রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আসা বাসগুলোর জন্য নগরের বাইরে করা টার্মিনালে অবস্থান করতে হবে। এতে যানজট কমার সঙ্গে কমে আসবে ঢাকার বাড়তি চাপ জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ মঙ্গলবার দুপুরে নগরভবনে রেশনালাইজ পদ্ধতিতে যানবাহন চলাচল নিয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
মেয়র তাপস জানান, ২২টি কোম্পানি শেয়ারহোল্ডারের মাধ্যমে বাস পরিচালনা করবেন ২৫০ জন মালিক। আগামী ৮ ডিসেম্বর রুট নির্দিষ্ট করার জন্য আবারও বৈঠক হবে। ‘বাসডিপো বাড়ানোর জন্য ১০টি জায়গা নির্ধারণ করা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে স্থান নির্ধারণ শেষ করা হবে। এসব উদ্যোগের কারণে আগামী বছরের শেষ নাগাদ যানজটের দৃশ্যমান উন্নতি দেখা যাবে’।
মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে এ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এতে শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।