টিকিটের অপেক্ষায় সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩২ এএম, ২১ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:৪৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
লকডাউনের মধ্যে সৌদি প্রবাসীদের গত ১৭ এপ্রিল থেকে টিকিট দেয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ভোর থেকেই সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে টিকিট নেয়ার জন্য ভিড় করেছেন প্রবাসী যাত্রীরা। রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের দ্বিতীয় ফটকের সামনে তারা অপেক্ষা করছেন টিকিটের জন্য। এ সময় যাত্রীদের সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। কারও কারও মাস্কও থুতনিতে ঝুলতে দেখা গেছে। সৌদি এয়ারলাইন্সের অফিস সকাল ১০টায় খোলার কথা রয়েছে বলে জানিয়েছেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দায়িত্বরত আনসার সদস্যা মো. মোক্তার।
জানা গেছে, টিকিটের জন্য ভোর থেকেই সোনারগাঁও হোটেলের সামনে ভিড় করতে থাকেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের লাইন আরও দীর্ঘ হতে দেখা যাচ্ছে।
এদিকে গত শনিবার (১৭ এপ্রিল) থেকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রবাসীদের টিকিট দেয়া শুরু করেছে। গত ১৪ এপ্রিল থেকে যাত্রীদের টিকিট দেয়া হচ্ছে। সোমবার (১৮ এপ্রিল) সৌদি প্রবাসীদের ১৯ ও ২০ এপ্রিলের যাত্রীদের টিকিট দেয়া হয়েছে। একইভাবে মঙ্গলবারও অপেক্ষারত যাত্রীদের পূর্ববর্তী ও পরবর্তী তারিখের টিকিট দেয়া হবে। তবে মঙ্গলবার নতুন করে টোকেন দেয়া হবে। পরবর্তীতে তাদের টিকিট দেয়া হবে। কুমিল্লার লাকসাম থেকে আগত প্রবাসী যাত্রী মো সুমন বলেন, লকডাউনের কারণে সড়কে গণপরিবহন চলছে না। ঢাকায় আসতে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয়ে গেছে। কোনো মতে সেহেরি করেছি। গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। কখন যে টিকিটি পাবও তারও ঠিক নেই। ফেনী থেকে আসা যাত্রী জামাল উদ্দিন বলেন, লকডাউনের কারণে প্রাইভেটকার ভাড়া করে আজ ঢাকায় এসেছি। অনেক কষ্ট হয়েছে আসতে। আমার টিকিট ছিল ১৪ এপ্রিলের। এখন টিকিট কখন পাব তা বলতে পারছি না।
এদিকে বাচ্চা নিয়ে অবস্থানরত ফেনীর আরেক যাত্রী ইশরাত বেগম বলেন, টিকিট পেতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। নারীদের আরও বেশি কষ্ট পোহাতে হচ্ছে। সকালে সৌদি এয়ারলাইন্সের সাপোর্ট স্টাফ কাওসার হাসান গণমাধ্যমকে বলেন, সকাল ১০টার দিকে অফিস খোলা হবে। তারপরই বাইরে অপেক্ষারত যাত্রীদের টিকিট দেয়ার জন্য ভেতরে ঢুকতে দেয়া হবে।