রাজধানীতে ছেলের ছোড়া এসিডে মাসহ দগ্ধ ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৭ পিএম, ২০ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:১৬ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
রাজধানীর লালবাগ এলাকায় মাদকাসক্ত ছেলের ছোড়া এসিডে ঝলসে গেছেন মা সহ পরিবারের পাঁচ সদস্য। পরে মাদকাসক্ত ছেলে আলী হোসেন নিজেও তার শরীরে এসিড ঢেলে দেয়।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) ভোরে লালবাগে কাশ্মিরীটোলার একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধ সদস্যরা হলেন- আলী হোসেনের মা মোমেনা বেগম (৭০), বোন জামিলা আক্তার (৩০), দুই ভাই আনোয়ার হোসেন (৫২) ও ইকবাল হোসেন (৪৫) এবং ভাগিনা সালেহীন (২০)।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অমিতব দর্জি চন্দ্র গণমাধ্যমকে জানান, পরিবারের সবাই চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় তাদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আলী হোসেনকে আমাদের হেফাজতে রেখে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মানসিক চিকিৎসা প্রয়োজন। তিনি মাদকাসক্ত ও তার মানসিক সমস্যা রয়েছে।
আলী হোসেন একটি ব্যাটারি কারখানায় কাজ করেন। আজ ভোরে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কের এক পর্যায়ে তিনি ব্যাটারিতে ব্যবহৃত এসিড ছুড়ে মারলে তার মাসহ পরিবারের পাঁচ জন দগ্ধ হন। আলী হোসেন নিজেও তার শরীরে এসিড ঢেলে দেন।
জামিলা আক্তার, ইকবাল হোসেন ও সালেহীনের চোখে এসিড লাগায় তাদের তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। মোমেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।