হেফাজত নেতা আজিজুল ৭ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৩ এএম, ১৩ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:০৩ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
গ্রেফরতারকৃত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত রবিবার মধ্যরাতে চট্টগ্রাম থেকে মহানগর গোয়ান্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে বলে একটি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গ্রেফতারের পর আজিজুল হক ইসলামাবাদীকে ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়। সেখানে তাকে সাম্প্রতিক কিছু ঘটনা ও ২০১৩ সালে শাহবাগে হেফাজতে ইসলামের চালানো তান্ডবের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়। ২০১৩ সালের মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, রবিবার মধ্যরাতে হাটহাজারী থেকে র্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে ডিবি। এ ঘটনার পর আজিজুল হকসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান সংগঠনের আমীর জুনায়েদ বাবুনগরী। মুক্তি না দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।