ওয়ার্ল্ড ফ্রেন্ডস ২০২১ আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৬ পিএম, ৩০ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:২১ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
"ওয়ার্ল্ড ফ্রেন্ডস ২০২১" আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী' পুলিশ ব্লাড ব্যাংকে' অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার 'দুঃসময়ের জন্যে রক্ত সঞ্চয় করুন' এই স্লোগানকে ধারন করে বিকেল ৩ টা থেকে রক্তদান কর্মসূচী শুরু হয়। এ দিন কর্মসূচি থেকে প্রায় অর্ধ শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ হয় বলে জানান আয়োজক সংগঠকরা।
রক্তদান কর্মসূচী ওই ক্যাম্পের সার্বিক সহায়তা করে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যাম্প থেকে রক্তদাতাদের স্বেচ্ছায় রক্ত গ্রহণকালে ক্রেষ্ট এবং ডোনারকার্ড দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন 'রক্তদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে অবস্থিত বোন ম্যারো নতুন কণিকা তৈরির জন্যে উদ্দীপ্ত হয়।
"ওয়ার্ল্ড ফ্রেন্ডস ২০২১" এর সেক্রেটারি কাজী ইসলাম রাজু বলেন, 'প্রয়োজনের সময় এক ব্যাগ রক্ত জীবন-মরণের সেতু হয়ে দাঁড়ায়। তাই স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করতে আমাদের এই কর্মসূচী।'
স্বেচ্ছায় রক্তদান শেষে সভাপতি নাফিস হোসেন বলেন 'আমার এক ব্যাগ রক্ত একজন মৃত্যু পথযাত্রীর জীবন বাঁচিয়ে দেবে, এটি ভাবতেই আমার খুব ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই রক্ত দান করা।' মানবতার সেবায় এগিয়ে নিতে চাই "ওয়ার্ল্ড ফ্রেন্ডস ২০২১" এই সংগঠনকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য জাবেদ, মাকসুদ, পাপ্পু, গৌতম, মাসুম, সেলিম, ইউসুফ, মনির, তোড়া, আলিফ, মাহীউল, আজিজুল প্রমুখ।