ভিআইপি চলাচল, নগরজুড়ে দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫০ এএম, ২৩ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:৫৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা অবস্থান করছেন। বিদেশি এসব অতিথির চলাচল স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন সড়কে বিভিন্ন সময়ে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে নগরজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। গত ১৭ মার্চ থেকেই নগরজুড়ে যানবাহনের এমন মিশ্র অবস্থান দেখা গেছে।
জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন থেকে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে আবার বঙ্গভবনে ফেরেন। বেলা সাড়ে ১১টায় নেপালের প্রধান রাষ্ট্রপতি বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তিসহ অন্যান্য ব্যক্তিদের রাষ্ট্রীয় এসব কর্মসূচিতে যোগদানের সময় রাস্তা বন্ধ রাখা হয়। যে কারণে সড়কে তীব্র যানজট দেখা দেয়। এছাড়া বিকাল পৌনে চারটায় নেপালের রাষ্ট্রপতি হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রোগ্রামে অংশ নেন। তিনি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্যারেড গ্রাউন্ড থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফিরেন। একইসঙ্গে নেপালের রাষ্ট্রপতি সন্ধ্যা সোয়া সাতটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বঙ্গভবনে যান। তিনি রাত ১০টায় আবার বঙ্গভবন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফিরেন। সকালে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবন থেকে বিমান বন্দর ও নেপালের রাষ্ট্রপতি বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাতায়াতের সময় বিমান বন্দর সড়কসহ সংশ্লিষ্ট সড়কগুলো বন্ধ করে দেয়া হয়। সে সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরের দিকে নগরীর শাহবাগ, পল্টন, কাকরাইল, বাড্ডা, কুড়িল, উত্তরা, জসিমউদদীন, গুলশান বানানীসহ নগরীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা যায়। এর আগে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সময়ে যানজটের পূর্বাভাস দেয়া হয়।
ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. মনিরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচ দেশের ভিভিআইপি অতিথি আসবেন বাংলাদেশে। তারা রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেজন্য ১৭ থেকে ২৬ মার্চ ট্রাফিক ব্যবস্থায় খানিকটা বিঘ্ন ঘটতে পরে। তাই এই সময়ে হাতে পর্যাপ্ত সময় নিয়ে রাস্তায় বের হতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।