দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮ এএম, ২২ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৪৭ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিমন্ত্রী শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রোববার পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।
আজ রবিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) খন্দকার মু. মুশফিকুর রহমান এবং সহকারী একান্ত সচিব (এপিএস) শামীম আহাম্মদ কোয়ারেন্টাইনে রয়েছেন।
গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের গণ টিকাদান শুরু হলে প্রথম দিনই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছিলেন এনামুর রহমান। টিকা নেওয়ার দেড় মাসের মাথায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ল।