র্যাবের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ এএম, ১৮ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:১০ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
র্যাব-৪ এর কর্মকর্তা আক্তারুজ্জামানের বিরুদ্ধে ছোট ভাই শহিদুল ইসলাম খোকনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ করেছেন মিরপুর শাহআলী থানাধীন শাহদাত হোসেন। তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার প্রার্থনা করেছেন।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন এ অভিযোগ করেন।
নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে তিনি বলেন, তাদের বসতবাড়িটি হাতিয়ে নিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে চক্রান্ত চালিয়ে আসছে। ওই মহলই র্যাবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাদের ইন্ধনে গত কয়েক বছর ধরে তারা প্রশাসনিক হয়রানির শিকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ছোট ভাই শহিদুল ইসলাম খোকন মরিপুর শাহআলী থানাধীন ই-ব্লকের সাত নম্বর রোডে নিজবাড়িতে মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার আকতারুজ্জামানের নেতৃত্বে র্যাব-৪-এর সদস্যরা খোকন ও তারবন্ধু সেলিমকে দোকান থেকে তুলে নিয়ে যায়। এ সময় তাদের বসতবাড়ি এবং দোকানে ব্যাপক তল্লাশি করে কোনো কিছু না পেয়ে র্যাব সদস্যরা চলে যায়। কিন্তু পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে ৮-১০টি গাড়িসহ র্যাব-এর বিপুলসংখ্যক সদস্য তাদের বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় তার ছোট ভাইকে হাতকড়া পরানো অবস্থায় গাড়িতে বসিয়ে রেখে দোকান খুলে আবার তল্লাশি শুরু করে।
তিনি অভিযোগ করেন, তল্লাশির এক পর্যায়ে র্যাব কর্মকর্তা আক্তারুজ্জামান নিজ কোমর থেকে একটি অস্ত্র খালি ড্রামে রেখে দেন। এ ঘটনা কাছে দাঁড়ানো শাহাদাত হোসেন ও খোকনের স্ত্রী, তাদের ছোট বোন লাকী এবং তাদের ভাড়াটিয়া এক মহিলা দেখে ফেলেন। তারা খোকনকে ফাঁসাতে অস্ত্র রাখছে বলে চিৎকার শুরু করলে র্যাব সদস্যরা তাদের ওপর শারীরিক নির্যাতন চালায়।
শাহাদাত হোসেন বলেন, আগে থেকেই তাদের বসতবাড়ি ও দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। সে ক্যামেরায় র্যাব কর্মকর্তা নিজ কোমর থেকে অস্ত্রটি রাখতেছেন তা স্পষ্ট দেখা যায়। কিন্তু হাতকড়া পরানো খোকনের কাছ থেকে অবৈধ অস্ত্র রাখার মিথ্যা স্বীকারোক্তি আদায়ে তার ওপর ব্যাপক শারীরিক নির্যাতন চালানো হয়।
তিনি এ অন্যায়, অবিচারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র্যাব এর মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছেন বলে জানান। সংবাদ সম্মেলনে তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।