বাংলাদেশকে ১০৯ অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছেন মোদি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৪ এএম, ১৮ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৩৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সম্মানে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত সরকার।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে।
গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ তথ্য জানান ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি পাবে পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকা সিলেট। ২৬ মার্চ দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের প্রথম দিন মোদিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিমানবন্দরে গার্ড অব অনার দেয়া হবে। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন তিনি। ওইদিন বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতা করবেন মোদি।
সফরের দ্বিতীয় দিন ২৭ মার্চ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন মোদি। একই দিন ঢাকার বাইরে সাতক্ষীরা ও গোপালগঞ্জের দুটি মন্দির পরিদর্শন করবেন তিনি। ২৭ মার্চ বিকেলে শেখ হাসিনা ও মোদির মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন রাতেই দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন মোদি।