

দুদক মহাপরিচালক মফিজুর রহমান আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৪ পিএম, ৯ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৩৮ এএম, ২৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২৩

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (লিগাল ও প্রসিকিউশন) এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঞা আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
মরহুমের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
মফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ মঙ্গলবার (৯ মার্চ) এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দুদক মহাপরিচালক (লিগাল ও প্রসিকিউশন) এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মফিজুর রহমান ভূঞা ১৩তম বি সি এস (বিচার) ব্যাচের কর্মকর্তা ছিলেন।