ভোটার শূন্য ভোট কেন্দ্র, বিএনপির এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২০ পিএম, ১৭ অক্টোবর,শনিবার,২০২০ | আপডেট: ০১:২৮ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গত ৬ মে সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যু পর শূন্য আসন হিসেবে ঘোষণা হয় ঢাকা-৫ আসন। প্রায় ৬ মাস পর আজ অনুষ্ঠিত হল ঢাকা-৫ আসনের উপনির্বাচন। সকাল থেকে বেলা ১ টা পর্যন্ত ভোট সংরক্ষণের সংখ্যা শূন্য। আবার অন্যদিকে কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ সকালে সানারপাড় রুস্তম আলী হাই স্কুল ও ফুলকলি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৬ নং ওয়ার্ডের ভ্যামুইল আইডিয়াল স্কুল, ৬৮ নং ওয়ার্ডের হাজী আদর্শ মোয়াজ্জেম আলী হাই স্কুল, ৬৬ নং ওয়ার্ডের ১৪৮ ও ১৪৯ কেন্দ্রে, ৭০ নং ওয়ার্ডে ১৮৫ নং কেন্দ্র ( আমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়) এবং দেল্লা, সারুলিয়া ডগাইর দারুস সুন্নত ফাজিল মাদ্রাসা থেকে বিএনপির এজেন্টদেরকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির সব পোলিং এজেন্টদের পুলিশের সামনেই নৌকার সমর্থকরা বের করে দিয়েছে। ম্যাজেট্রেটকে অভিযোগ জানানোর পরও কোনো ভূমিকা নেননি বলে জানান স্থানীয় বিএনপি নেতারা।