স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি, পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২২ পিএম, ১ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৬:৪৮ পিএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদ ও বামপন্থি নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো।
আজ সোমবার (১ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে মিছিল নিয়ে স্লোগান দিয়ে তারা সচিবালয় মোড়ে অবস্থান নিয়েছে।
এর আগে সাড়ে ১১টার দিকে তারা টিএসসি থেকে মিছিল নিয়ে রওনা দিলে পুলিশ তাদেরকে শিক্ষা ভবন এলাকায় বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে তারা সচিবালয় মোড়ে অবস্থান নিয়েছে।
সচিবালয় মোড়ে পুলিশের বিপুল সংখ্যাক সদস্য অবস্থান নিয়েছে। সচিবালয় সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।