মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ, পুলিশের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫ পিএম, ২৭ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১২:৩৯ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বের হওয়া রাজধানীর শাহবাগে মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় ওই মামলা দায়ের করে।
শাহবাগ থানার এসআই মিন্টু মিয়া বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতানামা আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মশাল মিছিল থেকে আটক তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত, জয়তী চক্রবর্তীকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাতদিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়। কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।
আদালত ৩ মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য করেন।