বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৬ এএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১১:৫৪ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আইকিউ এয়ারের পর্যবেক্ষণ অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার বাতাসের একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ৩৯২, যা 'ঝুঁকিপূর্ণ' পর্যায়ের হিসেবে চিহ্নিত হয়েছে।
এ স্কোরের সঙ্গে রয়েছে ৮টি এলাকার বাতাসের মান যা 'ঝুঁকিপূর্ণ' পর্যায়ে রয়েছে। একিউআই স্কোর ৩০১ অতিক্রম করলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
এ সময় ঢাকার সবচেয়ে দূষিত অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা, যেখানে একিউআই স্কোর ছিল ৫৫১। এর পরবর্তী অবস্থানে রয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৫৩৯), গুলশান ২ এর রব ভবন এলাকা (৪৮৫), আগাখান একাডেমী এলাকা (৪৩৫), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (৩৯৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (৩৯২), সাভারের হেমায়েতপুর (৩২৮), এবং গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (৩১০)।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান 'ভালো' হিসেবে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর থাকলে তা 'মাঝারি' বা 'সহনীয়' ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত হয়, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর থাকলে বাতাস 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাস 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১ এর বেশি হলে বাতাস 'দুর্যোগপূর্ণ' বলে গণ্য করা হয়।