পরিচ্ছন্নতাকর্মীদের ময়লা নেওয়া বন্ধের হুমকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৫ পিএম, ১০ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ১১:৪৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আগামী সাত দিনের মধ্যে বেসরকারি পরিচ্ছন্নতাকর্মীদের অনুমোদন ও প্রত্যয়ন দেওয়ার অনুমতি ফিরিয়ে দেওয়া না হলে রাজধানীর বাসাবাড়ির ময়লা নেওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে কাফনের কাপড় পরে মানববন্ধন করে তারা এ হুমকি দেন।
পাশাপাশি ১৯ হাজার পরিচ্ছন্নতাকর্মীর রুটিরুজি বন্ধের চক্রান্ত ‘বর্জ্যের টেন্ডার’ বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি।
এ সময় নানা অসঙ্গতির কথা বলে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাহিদ আক্তার লাকী। তিনি বলেন, এরই মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন তাদের ময়লা সংগ্রহের কাজ টেন্ডারে দিয়ে দিয়েছে। এতে দক্ষিণ সিটিতে তাদের ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী বেকার হয়েছে। তারা এখন কর্ম হারিয়ে বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে।
ময়লা সংগ্রহের এই সেবামূলক পুরো কাজ এখন ব্যবসায় পরিণত হয়েছে। এ অবস্থায় তাদের দাবি—আগামী সাত দিনের মধ্যে টেন্ডার বাতিল করে সিটি করপোরেশন কর্তৃক অনুমোদন ও প্রত্যয়ন ফিরিরে না দিলে নগরীর বাসাবাড়ির ময়লা নেওয়া বন্ধ করে দেওয়া হবে।