পূজায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করবে পুলিশ : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫২ পিএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১১:৩৭ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
দুর্গাপূজায় পুলিশ ‘অত্যন্ত দৃঢ়ভাবে’ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।
তিনি বলেন, ‘পূজা অনুষ্ঠানে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে আমাদের দায়িত্ব-কর্তব্য পালন করব, এতে কোনো ব্যত্যয় ঘটবে না।’
আজ মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রাজধানীতে এবার ২৫৩টি পূজামণ্ডপ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পূজায় বিশেষ নিরাপত্তায় মাঠে সার্বক্ষণিক টহল থাকবে। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক মণ্ডপে থাকবে। এছাড়া চেকপোস্ট, সিসি ক্যামেরা, সেচ্ছাসেবক দল ছাড়াও সাদা পোশাকে থাকবে পুলিশ, আনসার ও র্যাব।’
দশমীর দিন সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জনের কাজ শেষ করার আহ্বান জানান তিনি।
মো. মাইনুল হাসান বলেন, ‘পূজা ঘিরে যানজট নিরসনে বাড়তি ট্রাফিক ব্যবস্থা নেয়া হচ্ছে।’ এ সময় যানজট নিরসনে পূজামণ্ডপের আশেপাশে মেলা না করার অনুরোধ জানান তিনি।
পুলিশের কাজে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘আপনারা আগস্ট মাসের ৫-৬ তারিখে যে অবস্থাটা দেখেছেন, আজকে আপনারাই বলুন পুলিশ কী অবস্থায় আছে। একসময় পুলিশ কর্মবিরতি দিয়েছিল, পরে তারা কাজ শুরু করেছে।’
দিনকাল/এসএস