ব্যাকলগ কমিয়ে দ্রুত ভিসা ইন্টারভিউ আয়োজনের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৪ পিএম, ২ সেপ্টেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ০৪:১১ এএম, ১৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
দীর্ঘ দুই বছরেও করোনাজনিত কারণে সৃষ্ট ব্যাকলগ শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশে অবস্থানরত অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে গমনে প্রত্যাশী পরিবাবের সদস্যদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ইউএসএ ইমিগ্রেন্ট ভিসা’ পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফ্রম বাংলাদেশ।
গত শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের মডারেটর কমল সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে শতাধিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেল ব্লুসোম লিমিটেডের পরিচালক হাসান মন্ডল এবং সিইও তসলিম বক্স।
কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সভায় ফ্যামেলি বেইসড ইমিগ্রেশন ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ‘ইউএসএস ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডারস কমিউনিটি ফরম বাংলাদেশ’- এর এডমিন মো. মিনহাজ উদ্দিন, মডারেটর মুর্শেদ আহমদ চৌধুরী, মাহবুব রেজওয়ান, সৈয়দ মন্জুরুল হক, কে. এম শফিকুল ইসলাম, মো. আশরাফুল হক এবং কমল সিদ্দিকী।
গ্রুপের মাধ্যমে প্রাপ্ত তথ্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেস প্রক্রিয়া দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করায় সহায়ক হওয়ায় উপস্থিত সদস্যরা ওই গ্রুপের এডমিন ও মডারেটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় সদস্যগণ দীর্ঘ দুই বছরেও কোভিড-১৯ জনিত কারণে সৃষ্ট ব্যাকলগ শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেন। এ ছাড়াও দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম দ্রুত শুরু করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং দূতাবাসের প্রতি আহ্বান জানানো হয়।
এডমিন প্যানেল সদস্যরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য স্টেট ডিপার্টমেন্ট ও দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার পরামর্শ দেন। এ ছাড়াও পিটিশনারগনদের, কংগ্রেসম্যান এবং সিনেটরগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে এ বিষয়ে সৃষ্ট সমস্যার কথা জানানোর জন্য অনুরোধ করেন।
আলোচকরা যথাসময়ে বিড়ম্বনা ছাড়া ভিসা পেতে আবেদনকারীদের ইউ.এস.সি.আই.এস- এর গাইডলাইন অনুযায়ী যাবতীয় প্রসেসিং যতটা সম্ভব নিজে সম্পন্ন করা এবং মিথ্যা তথ্য দেয়া ও প্রতারকদের থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে এম্প্লয়মেন্ট বেইসড ইমিগ্রেশন ভিসা ইবি-৩ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জি. এম. এন- এর ডাইরেক্টর ও কান্ট্রি ম্যানেজার রাসেল মাহবুব। আলোচনা সভার কো-স্পন্সর হিসেবে ছিল জি এম এন হোটেল ব্লসম হোটেল লিমিটেড।