বাংলাদেশকে চিঠি দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী-পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৩ পিএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৭:৪৮ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
অভ্যুত্থানের কারণ ব্যাখ্যা করে বাংলাদেশকে মিয়ানমারের সেনাবাহিনী চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পরররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
আজ শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে, কেন তারা সেনা অভ্যুত্থান করেছে। ১০ লাখের মতো ভুয়া ভোট হয়েছে এবং নির্বাচনে কারচুপির কারণেই সেনাবাহিনী ক্ষমতার পালাবদল ঘটিয়েছে।’
আল জাজিরায় বাংলাদেশ নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাপারে তিনি বলেন, ‘মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, আল জাজিরা বিশ্বসাযোগ্যতা নেই। আইনি ব্যবস্থা নেওয়া হবে যেখানে তথ্যগত ভুল আছে।’
প্রসঙ্গত, গত সোমবার ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করে সেনাবাহিনী।
রাজধানী নেপিদো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। আর দেশজুড়ে ঘোষণা করা হয় জরুরি অবস্থা।