কাশিমপুর কারাগারে বন্দী হুজি সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৬ পিএম, ৬ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ১০:৩২ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতি হরকাতুল জিহাদ হুজি (জঙ্গি) সদস্যের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
মৃত হাজতি আবুল হোসেন খোকন (৫৫) বরিশালের কোতোয়ালি থানার রাজধর এলাকার আব্দুল খালেকের ছেলে,
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, ২০১৬ সালে থেকে বন্দি ছিল হরকাতুল জিহাদ হুজি সদস্য আবুল হোসেন খোকন
সকালে তিনি কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে সকাল ৮টায় তাঁকে মৃত ঘোষণা করেন।
আমিরুল ইসলাম বলেন, আবুল হোসেনের পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।