রাজধানীতে চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩০ পিএম, ১৫ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০৯ পিএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে টনি টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম আবু সায়েম মুরাদ (৩৫)। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাংচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। বাসের চালক-হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, নিহত আবু সায়েম মুরাদ এর বাবার নাম হেদায়েত উল্লাহর। দুই ভাই দুই বোনের মধ্যে মুরাদ ছিলেন তৃতীয়। তাদের বাড়ি শহীদ ফারুক রোডের টনি টাওয়ার এলাকায়। মুরাদ একটি বায়িং হাউসে চাকরি করতেন।
নিহত মুরাদের ভাই আবু সাদাত সায়েদ অভিযোগ করে বলেন, মুরাদ মতিঝিলে একটি বায়িং হাউসে চাকরি করতেন। বিকালে ৮ নম্বর বাসে করে মতিঝিল থেকে যাত্রাবাড়ীর বাসায় ফিরছিলেন। শহীদ ফারুক রোডে বাসের কন্ডাক্টর তাঁকে মারধর করে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ওই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান মুরাদ।
যাত্রাবাড়ী থানার এসআই মো. আশরাফুল ইসলাম জানান, চলন্ত বাস থেকে তাকে মারধর করে ফেলে দেওয়ার পর ওই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পরপর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে এবং চালক ও তাঁর সহকারীকে গণধোলাই দিয়েছে। আটক বাস চালক শাহআলম (৪৫) ও সহকারী মোহনকে (২০) চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত মুরাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।