ঢাকা শহরে পাবলিক স্পেস দখল হয়ে যাচ্ছে : আতিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ পিএম, ২৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, সুস্থ সমাজ গড়তে হলে অবশ্যই আমাদের উন্মুক্ত স্থান রাখতে হবে। পাবলিক স্পেস রাখতে হবে। ঢাকা শহরে কিন্তু পাবলিক স্পেস নাই। সব দখল হয়ে যাচ্ছে। যেগুলো ছিল সেগুলো ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের জন্য খেলার মাঠগুলোকে আমাদের রক্ষা করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে মিরপুর ১১ এর প্যারিস রোড সংলগ্ন খেলার মাঠ উদ্ধারের দাবিতে কয়েকটি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ স্থানীয় জনগণ মাঠে সমবেত হয়ে আন্দোলন করলে সেখানে উপস্থিত হয়ে মেয়র এসব কথা বলেন।
আতিক বলেন, এই মাঠটি এখনো খেলার জায়গা আছে। এখানে মাঠ দখলে এভাবে যে পাঁয়তারা হচ্ছে এটা আমি শুনেছি এবং আমার কাছে ম্যাসেজও আছে। অনেকে প্রেশার দিচ্ছে। যে এখানে ইমিডিয়েটলি যেন স্থাপনাগুলো তৈরি করা হয়। আমাদেরকে দেখতে হবে আগামীর ভবিষ্যৎ যে শিশুরা আছে তাদের কি অবস্থা। আমার কাউন্সিলর আমাকে বারবার বলছে এই ওয়ার্ডের কথা। ওয়ার্ল্ডের কাউন্সিলররা বলছে, এখানে আমরা চেষ্টা করছি মেয়র মহোদয় আপনারা একটু আসুন। আমাদের আগামীর ভবিষ্যৎকে যদি গড়তে হয় সুস্থ সমাজ, সুস্থ ওয়ার্ড, সুস্থ শহর গড়তে গেলে আমাদের খেলার মাঠের কোন বিকল্প নাই। আমাদের পরিকল্পনা হচ্ছে, আজকেই এখনই কাজ শুরু করে মাঠটা পরিষ্কার করব। এ সময় ডিএনসিসি মেয়র মিরপুরের প্যারিস রোড সংলগ্ন দখলকৃত মাঠকে উদ্ধার করে খেলার মাঠের ঘোষণা দেন।