নৌযান ধর্মঘট প্রত্যাহার, রাত থেকেই চলবে নৌযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১ এএম, ২৬ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৪৬ পিএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেন মালিক ও শ্রমিকরা।
কমোডর গোলাম সাদেক জানান, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন নৌযান মালিক-শ্রমিকর। আজ রাত থেকেই নৌযান চলবে।
এর আগে, লঞ্চ দুর্ঘটনার মামলায় দুই লঞ্চ মাস্টারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেরিন আদালত।
এ ঘটনার প্রতিবাদে বরিশাল-ঢাকা নৌপথে ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকেরা। এতে বরিশাল থেকে ঢাকাসহ সারাদেশের দূরপাল্লার যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন নৌপথের যাত্রীরা।