আগামীকাল আরাফাত রহমান কোকো'র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৯ পিএম, ২৩ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৩৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বাংলাদেশের আগামীদিনের কর্ণধর দেশনায়ক তারেক রহমান এর ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কর্মসূচিঃ
১। আগামীকাল ২৪ জানুয়ারী রবিবার সকাল ১০-০০টায় মরহুমের বনানীস্থ কবর
জিয়ারত ও মোনাজাত। বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
২। আগামীকাল ২৪ জানুয়ারী রবিবার সকাল ১০-৩০টায় দলের নয়াপল্টনস্থ
কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় দোয়া মাহফিল। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
৩। আগামীকাল ২৪ জানুয়ারী রবিবার বেলা ১২-৩০টায় মাদ্রাসা ও এতিমখানায়
খাদ্য বিতরণ। পল্লবী ও রুপনগরের উক্ত মাদ্রাসা ও এতিমখানাগুলোতে বিএনপি’র
সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৪। আগামীকাল ২৪ জানুয়ারী রবিবার বিকেল ৪-১৫টায় বিএনপি চেয়ারপার্সনের
গুলশানস্থ কার্যালয়ে দোয়া মাহফিল। বিএনপি মহাসচিব প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন।
৫। আগামী ২৬ জানুয়ারী ২০২১, মঙ্গলবার বিকেল ৩-০০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-তে (ডিআরইউ) আলোচনা সভা। প্রধান অতিথি-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরসহ সকল ইউনিট কার্যালয়গুলোকে মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করার জন্য অনুরোধ করা হলো।