কড়া নিরাপত্তায় দ্বিতীয় দিনের অভিযানে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৩ পিএম, ২২ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১০:০১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিযান চালানো হচ্ছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার একই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ডিএনসিসি। সে সময় অভিযানের প্রথম পর্যায়ে দখলদারদের সঙ্গে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে অভিযান চালানো হয়। সেই অভিজ্ঞতায় আজ শুরু থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
এদিকে, দ্বিতীয় দিনের অভিযান উপলক্ষে অভিযান স্থলের আশপাশের এলাকায় লোকজনের চলাচল সীমিত রাখা হয়েছে। এমনকি পুলিশি ব্যারিকেডের মাধ্যমে পরিচয় যাচাই করে উচ্ছেদ অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হয়।
জানা গেছে, ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা আজ শুক্রবার সকাল ১১টা থেকে অভিযান শুরু করেন। অভিযান উপলক্ষে এভিনিউ-৩ এর ৪ নম্বর সড়কে পে লোডার, বুলডোজার, হ্যামার ড্রিল ভেহিকেলসহ প্রায় ছয়টি ভারী যন্ত্রপাতি নেওয়া হয়েছে।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারের পরিস্থিতির কথা বিবেচনায় রেখে আজও অভিযানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে অভিযানস্থল ৪ নম্বর সড়কে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।