স্বাধীনতার সুর্বণজয়ন্তী, ক্ষুদ্রজাতি গোষ্ঠীর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৮ এএম, ২১ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:২৩ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে আমন্ত্রিত ১২টি জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি সদস্যসচিব আব্দুস সালাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকোমল বড়ুয়া। সভায় সভাপতিত্ব করেন কর্নেল (অব) মনিষ দেওয়ান, আহবায়ক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ক্ষুদ্র জাতিগোষ্ঠী কমিটি ও উপ- জাতিগোষ্ঠী বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
উপস্থিত ছিলেন ১২ জাতিগোষ্ঠী নেতৃবৃন্দ লুশৈপ্র-মারমা সম্প্রদায়, লুঙা খুমি-খুমি সম্প্রদায়, বাশধর দ্রুং-গারো সম্প্রদায়, লাল কিলময়-পাংখোয়া সম্প্রদায় লামলাই-স্নো সম্প্রদায়, নসরাং ত্রিপুরা-ত্রিপুরা সম্প্রদায়, হরিশ্চন্দ্র তঞ্চঙ্গা-তঞ্চঙ্গ সম্প্রদায়, অজূর্ন মনি চাকমা-চাকমা সম্প্রদায়, মাইলুক পাকদির বম-বম সম্প্রদায়, সামাচিং খেয়াং-খেয়াং সম্প্রদায়, মাচিং সা-চাক সম্প্রদায়, লুসাই সম্প্রদায়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দীপেন দেওয়ান, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, জন গোমেজ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, সাচিং প্রো জেরী সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, সুশীল বড়ুয়া, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এলভার্ট পি কস্টা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যুবদল ও বীর মুক্তিযোদ্ধা মং শৈলা চৌধুরী প্রমুখ।
আলোচনার শেষে প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বীর মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে আমাদের জাতীয় কমিটির পক্ষ থেকে এমন করে সম্মাননা জানাবো যাতে অন্য জাতি গোষ্ঠীর সঙ্গে কোনো রকম তফাৎ থাকবে না। আমাদের দলের প্রতিষ্ঠিতা স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক স্বনির্ভর বাংলাদেশের রূপকার তিনি বিশ্ব দরবারে স্বাধীন বাংলাদেশের সকল নাগরিকের জাতি ধর্ম গোষ্ঠীর জাতিসত্তার পরিচয় তুলে ধরেছেন সকল একটি। তা হলো ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’। তার ভিত্তিতেই আমাদের রাজনৈতিক দর্শন। আমাদের সব অর্জন কর্মকান্ড দেশকে সামনে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘিরেই পালিত হবে।