জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৯ পিএম, ৮ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৩৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ঈদুল আজহার নামাজ আদায়কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও জঙ্গি হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।
আজ শুক্রবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, ঈদুল আজহায় কোনো হাট থেকে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার যায়নি। গরুর হাটে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ আছে।
ডিএমপি কমিশনার বলেন, যানজট এখন নেই, তবে মহাসড়কের কোথাও কোথাও গাড়ির ধীরগতি রয়েছে।
এ সময় তিনি, ঈদগাহে মোবাইল ডিভাইস ও ব্যাগ না আনার অনুরোধ জানান। তবে বৃষ্টির কারণে ছাতা আনা যাবে।