পানির দাম বাড়াচ্ছে ওয়াসা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২১ পিএম, ৭ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৩৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) ওয়াসা পরিচালনা বোর্ডের এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়াসা বোর্ডের প্রতিনিধি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দীপ আজাদ বলেন, ‘পানির নতুন দাম আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এটা আবাসিক ও বাণিজ্যিক—দুই ধরনের ব্যবহারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।’
জানা গেছে, সরকারের দেওয়া ভর্তুকি কমিয়ে আনতে প্রতি ইউনিট পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা।
এর আগে ২০২০ সালের এপ্রিলে পানির দাম বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। তখন আবাসিকে প্রতি ইউনিটের দাম বেড়েছিল ২ টাকা ৯০ পয়সা। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে, ২০১৮ সালের জুলাইতে, ২০১৭ সালের অগাস্টে পানির দাম বাড়ায় ওয়াসা।