বন্ধ থাকবে কার্যক্রম, মিটারে ব্যালেন্স রাখার অনুরোধ ডিপিডিসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ এএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:০১ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী শুক্র ও শনিবার প্রি- পেইড অথবা এএমআই স্মার্ট মিটারসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। এ জন্য সব গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) পক্ষ থেকে।
আজ বুধবার গণমাধ্যমে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী শুক্রবার (১০ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১১ জুন) রাত ১২টা পর্যন্ত প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটারসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। এ জন্য এ সময় সব গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে ডিপিডিসির কল সেন্টারের ১৬১১৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ডিপিডিসির প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে ডিপিডিসির পক্ষ থেকে।