তেজগাঁওয়ে প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ এএম, ১৭ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৩২ এএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জন অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এলপিজি ভার্সন ওয়ারকশপ নামের গ্যারেজে একটি প্রাইভেট কারের এলপিজি পরিবর্তন করার জন্য আসে। গাড়িটির এলপিজি পরিবর্তনের সময় গ্যাস লিক হয়ে সামান্য আগুন গাড়িতে ছড়িয়ে যায়।
ওসি বলেন, এতে ওই গাড়ির চালক, মেকানিক ও গ্যারেজে কাজ করতো এমন আটজন দগ্ধ হয়েছে। সঙ্গে সঙ্গে তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।