ঢাকা সহ বেশকিছু এলাকায় ৩ মে ৪৮ ঘণ্টা গ্যাস বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৩ পিএম, ৩০ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৩৯ এএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকার সাভার উপজেলা ও মানিকগঞ্জের বেশকিছু এলাকায় আগামী মঙ্গলবার (৩ মে) রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না। এ ছাড়া রাজধানীর ৭ এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ওইদিন পবিত্র ঈদুল ফিতর হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী মঙ্গলবার (৩ মে) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসব এলাকায় গ্যাস থাকবে না।’
‘একই সঙ্গে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় গ্যাসের চাপ কম থাকবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।