ইয়েমেনের শান্তি পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৫ পিএম, ২৯ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:০২ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির ক্ষমতা হস্তান্তরের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
সংকটকালীন সময়ের বাধ্যতামূলক কাজগুলো বাস্তবায়নে সহায়তার জন্য রাশাদ আল-আলিমির নেতৃত্বাধীন প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে তিনি এ ক্ষমতা হস্তান্তর করেন।
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংবিধান, উপসাগরীয় উদ্যোগ এবং এর নির্বাহী প্রক্রিয়া অনুযায়ী কাউন্সিলে প্রেসিডেন্টের পূর্ণ ক্ষমতা অর্পণের বিষয়ে অগ্রগতির প্রশংসা করেছে বাংলাদেশ।
ঢাকা আশা করছে ইয়েমেনের সংঘাতের অবসানে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে রাজনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার এই সুযোগটি গ্রহণ করবে অংশীজনরা।
ইয়েমেন ও এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার সব প্রচেষ্টাকে সমর্থনে প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
সূত্র : ইউএনবি