‘তেঁতুলতলায় থানা নয়, মাঠ করতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০০ পিএম, ২৫ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৪৪ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা নয়, শিশুদের জন্য খেলার মাঠ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি এ ঘটনায় গত ২৪শে এপ্রিল শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের সংগঠক সৈয়দা রতনা ও তার ১৭ বছর বয়সী পুত্র ঈশা আব্দুল্লাকে থানা কর্তৃপক্ষ আটকের ঘটনায় পুলিশি হয়রানির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও টিআইবি।
আজ সোমবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে 'তেঁতুলতলা মাঠে থানা না, এলাকাবাসীকে হয়রানি ও আটকের তীব্র প্রতিবাদ' ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
গতকাল দিনভর প্রতিবাদের মুখে মাঝরাতে সম্পূর্ণ বেআইনিভাবে মা-ছেলের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের দাবি খুব স্পষ্ট। এই খেলার মাঠ খেলার মাঠই থাকবে। পাশাপাশি গতকাল ঘটে যাওয়া ঘটনার আমরা নিরপেক্ষ তদন্ত চাই। এলাকাবাসী বরাবরের মতো এবারও যেন ওই মাঠে ঈদের জামায়াত করতে পারে এটাই আমাদের ইচ্ছা এবং দাবি।
নগর বিশ্লেষক ও শিক্ষাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, জনগণ পুলিশের বন্ধু। আমি মনে করি এই মাঠ সংরক্ষণে পুলিশকেই সবার আগে আন্দোলনে নামা দরকার। এটা থানা হতে পারে না। কারণ, এই এলাকার জনগণের খেলার মাঠ এটা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নারী অধিকারকর্মী খুশী কবীর, নগরবিদ ও স্থপতি ইকবাল হাবিব, উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, মাহমুদ সেলিম প্রমুখ।