গণভবনে সোহেল তাজের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৯ পিএম, ১০ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ১১:৪০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঐতিহাসিক ১০ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণাসহ তিন দফা দাবিতে সংসদ ভবন এলাকা থেকে পদযাত্রা করে গণভবনে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সেখানে তিনি তার দিন দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রতিনিধিরা এই স্মারক লিপি গ্রহণ করেন বলে গণভবন থেকে বের হয়ে জানিয়েছেন সোহেল তাজ।
আজ রবিবার (১০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া এভিনিউ থেকে গণভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তিনি।
বিকাল সাড়ে চারটার দিকে তিনি গণভবনের ফটকে পৌঁছান। সেখানে কিছু সময় অপেক্ষা করে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেন। সোহেল তাজের তিন দফা দাবির মধ্যে আছে, ৩রা নভেম্বর, জেল হত্যা দিবসকে জাতীয়ভাবে পালন এবং মুক্তিযুদ্ধের সকল সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি। পদযাত্রায় সোহেল তাজের বেশ কিছু কর্মী-সমর্থক অংশ নেন।
এর আগে গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৩ দফা দাবিতে কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন সোহেল তাজ।