রাজধানীতে জোড়া খুন : দ্বিতীয় সন্দেহভাজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৪ পিএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৩৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রাজধানীর শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরফান উল্লাহ দামাল নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শুক্রবার (১ এপ্রিল) সকালে ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার আগে আরফান উল্লাহ দামালসহ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ উন্নয়ন সংস্থায় একটি বৈঠক করেছিল।
উল্লেখ্য, গত ২৪শে মার্চ রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৫শে মার্চ টিপুর স্ত্রী শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন। ২৬শে মার্চ শুটার মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করা হয়।