দুই আইনজীবীর উপর নাখোশ মেয়র তাপস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ পিএম, ১২ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:০৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নাখোশ হয়ে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলার আবেদন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। তাপসের বিরুদ্ধে ‘মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে সোমবার সাঈদ খোকনের নামে দুটি মামলার আবেদন করেছিলেন মেয়র তাপসের দুই আইনজীবী।
আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনে সাকরাইন উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের আইনজীবীদের উপর নাখোশ হয়ে এ আহ্বান জানান মেয়র শেখ ফজলে নূর তাপস।
এসময় তিনি বলেন, আমি মামলাগুলোর বিষয়ে জড়িত নই। দুই আইনজীবী এগুলোর আবেদন করেছেন। আমি তাদের বলবো, মামলার আবেদনগুলো যেন প্রত্যাহার করা হয়।
মেয়র তাপস বলেন, আমার বিষয়ে সাঈদ খোকনের মন্তব্য ‘মানহানিকর’। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া পরে হবে।
তিনি জানান, আগামীকাল থেকে তিনি এ বিষয় নিয়ে গণমাধ্যমে আর কথা বলতে চান না। কারণ বিষয়টি ইতোমধ্যে একটি ‘প্রহসনে’ রূপান্তরিত হয়েছে।
সম্প্রতি দক্ষিণ সিটির বর্তমান ও সাবেক মেয়র নিজেদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেন। সেই বক্তব্যের সময় তাপসের বিরুদ্ধে ‘মানহানিকর মন্তব্য’ করা হয়েছে অভিযোগ এনে দুটি মামলার আবেদন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আইজনীবী সারওয়ার আলম ও কাজী আনিসুর রহমান আবেদন দুটি করেন।
মঙ্গলবার মামলা দুটির বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ১৯ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।