বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিএনপির জাতীয় উদযাপন কমিটির প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪০ পিএম, ৮ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৫৪ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
আজ শুক্রবার দুপুরে রাজধানীতে বিএনপি চেয়ারপার্সন’র অফিসে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির জাতীয় উদযাপন কমিটির প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল নোমান, আহবায়ক, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রকাশনা কমিটি ও ভাইসচেয়ারম্যান বিএনপি। পরিচালনা করেন হাবিবুল ইসলাম হাবিব, সদস্য সচিব, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন প্রকাশনা কমিটি ও সদস্য, চেয়ারপার্সন’র উপদেষ্টা কাউন্সিল, বিএনপি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, সদস্য সচিব, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ও সদস্য, চেয়ারপার্সন’র উপদেষ্টা কাউন্সিল, বিএনপি।
উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ-
শামসুজ্জামান দুদু, ভাইসচেয়ারম্যান, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, ইসমাইল জাবিউল্লাহ, সদস্য, চেয়ারপার্সন’র উপদেষ্টা কাউন্সিল, বিএনপি, অধ্যাপক ডক্টর শাহিদা রফিক, সদস্য, চেয়ারপার্সন’র উপদেষ্টা কাউন্সিল, বিএনপি,কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, অধ্যক্ষ সেলিম ভূইয়া, গণশিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, আজিজুল বারি হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, শিরীন সুলতানা, স্বানির্ভর বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, শামীমুর রহমান শামীম, সহপ্রচার সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, রেহেনা আক্তার রানু, সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন বকুল, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, আবু সাঈদ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, কৃষিবিদ হাসান জাফির তুহিন, সদস্য সচিব, কৃষক দল, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক, জি-৯, আব্দুল খালেক হাওলাদার, সহসভাপতি, যুবদল, জহির দীপ্তি, প্রকাশক, জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা, হানম শরিফুল হক শাহজী, প্রকাশক, হাসান আল আরিফ, ছাত্র দল, লায়ন মিয়া মোঃ আনোয়ার, কৃষক দল, আসমা আজিজ, মহিলা দল, এ কে এম রফিকুল ইসলাম, কৃষক দল, প্রতিনিধি, বিএনআরসি, প্রতিনিধি, জিয়া সৃতি পাঠাগার প্রকাশনা কমিটির সভায় স্বাধীনতার আন্দোলন সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সময়কার নিয়ে লেখা সংগ্রহের ব্যাপারে আলোচনা হয়েছে।
আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সদস্যদের কাছে আহবান জানিয়েছেন স্বাধীনতার আন্দোলন সংগ্রাম ও মুক্তিযুদ্ধকালীন সময়ে ঐতিহাসিক ভাবে যে সমস্ত নেতৃবৃন্দরা আমাদের মাঝে এখনো সুস্থ স্বাভাবিক ভাবে আছেন, তাদের লেখা প্রকাশিত বই এবং নতুন লেখা সংগ্রহ করা। যেন প্রকাশনা কমিটির পক্ষ সমস্ত লেখাগুলো দিয়ে বই প্রকাশ করা যায়।