পুলিশের নিষ্ঠুরতার খবর দেখতে চাইনা: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৭ পিএম, ৮ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:০৩ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
পুলিশে নিষ্ঠুরতা কিংবা এ বিষয় সংক্রান্ত খবর দিয়ে পত্রিকায় খবরের শিরোনাম হোক তা চান না পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
পুলিশ বিভাগকে দুর্নীতি মুক্ত করতে কাজ করা হচ্ছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশ অর্থনীতিসহ সবদিকেই এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রায় আমাদের সব ক্ষেত্রেই শুদ্ধতা দরকার। তাই আমরা নিজেদের ঘরের ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করতে চাই। আমরা চেষ্টা করছি আগে নিজেদের ঘরকে শুদ্ধ করতে, দুর্নীতি মুক্ত করতে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’
শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।
পেশী শক্তি নয়, আইন প্রয়োগের মাধ্যমে সমাজের পরিস্থিতি স্বাভাবিক করা যায় উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘পুলিশের কাছে অসংখ্য আইনগত ক্ষমতা রয়েছে। যেখানে আইনগত ক্ষমতা রয়েছে সেখানে কেন পেশী শক্তি ব্যবহার করতে হবে? মাথা ও বিবেকের শক্তি, আইনের শক্তি প্রয়োগ করতে হবে।’
পুলিশে অমানবিকতা কিছু দেখতে চান না বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘শুরুতে মোটিভেশনাল এক্টিভিটিস এবং ডিসিপ্লিন নিয়ে কাজ করছি। আর দ্বিতীয় হচ্ছে পুলিশে আমরা নিষ্ঠুরতা দেখতে চাই না। আমরা চাই না পত্রপত্রিকায় পুলিশের নিষ্ঠুরতা নিয়ে খবর ছাপা হোক।’