হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৬ পিএম, ৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:৫৯ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাময়িক বরখাস্ত হওয়া কমিশনার ইরফান সেলিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাকে দুটি মামলায় এক বছর ও ছয় মাসের কারাদণ্ড দেন।
আজ মঙ্গলবার উভয় মামলায় জামিন দিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পী।
ইরফান সেলিমের আইনজীবী শ্রী প্রাণ নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক মামলায় এক বছরের জেল ও ওয়াকিটকি রাখার মামলায় ছয় মাসের জেল দিয়েছিলেন ইরফানকে।
গত ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধর করেন ইরফানের সহযোগীরা। এ ঘটনায় মামলা হলে আলোচনায় আসেন ইরফান।
গত ২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি করে পৃথক চারটি মামলা করে র্যাব। সেদিন র্যাব ইরফান সেলিমের বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন অনুমোদনহীন জিনিস জব্দ করে। এর মধ্যে দুটি অবৈধ বিদেশি অস্ত্র, একটি এয়ারগান এবং বেশ কিছু বিদেশি মদ ও ইয়াবা রয়েছে। এ ছাড়াও ৩৮টি ওয়াকিটকি সেট ও তিনটি ভিএইচএফ (ভেরি হাই ফ্রিকোয়েন্সি) ওয়াকিটকি বেজ স্টেশন জব্দ করা হয়।