যুক্তরাষ্ট্র সর্বত্র, সকলের ধর্ম পালনের স্বাধীনতাকে সমর্থন করে : মিলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৯ এএম, ১৩ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৫৪ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ঢাকার শাক্যমুনি বৌদ্ধবিহার এবং বনফুল আদিবাসী গ্রীনহার্ট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করে বলেছেন, ধর্ম পালনের স্বাধীনতার মৌলিক অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।
আজ শুক্রবার (১২ নভেম্বর) এক টুইট বার্তায় রাষ্ট্রদূত লিখেছেন : ‘ঢাকার শাক্যমুনি বৌদ্ধবিহার এবং বনফুল আদিবাসী গ্রীনহার্ট স্কুল অ্যান্ড কলেজে ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্কুলের শিশুদের সাথে দেখা করলাম। যুক্তরাষ্ট্র সবার জন্য, সর্বত্র, আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং ধর্ম পালনের স্বাধীনতার মৌলিক অধিকারকে সমর্থন করে।’
উল্লেখ্য, রাষ্ট্রদূত মিলার সম্প্রতি পুরান ঢাকার আরমানিটোলার আবুল খয়রাত রোডে অবস্থিত ঐতিহাসিক তারা মসজিদ পরিদর্শন করে বলেছিলেনÑ ধর্ম পালনের স্বাধীনতা পবিত্র এবং সকল মানুষের অধিকার।