জামিন পেলেন এমপি পাপুলের স্ত্রী-কন্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৬ এএম, ২৮ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ১২:৫৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
জামিন পেয়েছেন কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম।
গত ১১ নভেম্বর দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে সাংসদ পাপুল, তার স্ত্রী সংরক্ষতি আসনের এমপি সেলিনা, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আজ রোববার (২৭ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এসে আত্মসমর্পণ করলে তাদের জামিন মঞ্জুর করেন বিচারক।
শুনানি শেষে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে।
এর আগে গত ২২ ডিসেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন আবেদন করেন তারা। তখন আসামিদের ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেন উচ্চ আদালত।
বিদেশে অর্থ ও মানবপাচারের অভিযোগে বর্তমানে কুয়েতের কারাগারে বন্দি আছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল। আগামী ২৮ জানুয়ারি কুয়েতের আদালতে এ মামলায় রায় হওয়ার কথা রয়েছে।