বুড়িগঙ্গায় নৌকাডুবি, দুজনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৪ পিএম, ১ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৪৯ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
ঢাকার বুড়িগঙ্গায় মালবাহী নৌযানের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুই নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুজন।
আজ সোমবার (১ নভেম্বর) সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান জানান, সকাল পৌনে ১০টার দিকে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে একটি নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করেন।
পরে বেলা সোয়া ১টার দিকে উদ্ধার করা হয় আট বছর বয়সী একটি মেয়ের লাশ। পুলিশ বলছে, মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় তাদের বাসা। নিখোঁজ বাকি দুজনকে উদ্ধারে ডুবুরিরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
নৌ পুলিশ কর্মকর্তা আব্দুস সোবহান জানান, দুর্ঘটনার জন্য দায়ী মালবাহী নৌযানটি পুলিশ আটক করেছে।