শাহজালালে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫১ পিএম, ৬ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ১১:৫৯ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ভেতর থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ১০ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ১৪ কেজি ওজন।
অধিদফতরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ এই অভিযানে নেতৃত্ব দেন।
আজ বুধবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।