ইশরাকের বাসায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৯ এএম, ২১ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৫:৪০ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। গত ১৫ ডিসেম্বর দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার দিকে গোপীবাগে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় হামলার ঘটনা ঘটে। বারান্দার কাচ ভাঙা হয়। এ সময় বাসায় কেউ ছিল না। এই ঘটনায় পরদিন মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইশরাক।
আজ রোববার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর গোপীবাগ থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, টিকাটুলি মোড়, কমার্স কলেজের সামনে দিয়ে ঘুরে গোপীবাগে গিয়ে শেষ হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে অংশ নেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ, ওয়ারী থানা বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড কমিশনার হাজী লিয়াকত আলী, সাবেক ওয়ার্ড কমিশনার ও ওয়ারী থানা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক মুক্ত, গেন্ডারিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাদির, সুত্রাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আকতার হোসেন, বংশাল থানা বিএনপির সভাপতি তাইজুদ্দীন তাইজু, সাবেক ওয়ার্ড কমিশনার ও দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মো. মোহন, কোতওয়ালী থানা বিএনপির সাংগঠিনক সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক মহিলা কমিশনার মনি বেগম, ঢাকা মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি শরীফ হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পাভল শিকদার, গেন্ডারিয়া থানা যুবদলের সভাপতি ওমর নবী বাবুসহ ঢাকা দক্ষিণ বিএনপি ও ঢাকা-৬ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।